সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণসহ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক একে এম আজাদ সরকার।
এসময় আলোচনা অংশ নেন ফাউন্ডেশনের রেজিষ্টশন কর্মকর্তা একে এম মুজাম্মিল হক মাসুদ, নিরাপত্তা কর্মকর্তা সাখওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হানিফ আহমেদ, গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মিজানুর রহমান, তত্ববধায়ক আশরাফুল আলম নয়ন, হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুর রহিমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন জীবন যাপন নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জয়নুল আবেদিন আধুনিক চিত্রকলার অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব। প্রকৃতি ও মানুষের জীবন সংগ্রাম তাঁর স্বকীয় অংকনশৈলীতে অনায়াসে মূর্ত হলো সার্বজনীনতা নিয়ে। তিনি হয়ে উঠলেন জনমানুষের শিল্পী। জয়নুল আবেদিন আমাদের মধ্যে দেশপ্রেম ও সৌন্দর্য- চেতনা জাগ্রত করে গেছেন, তাঁর প্রতি আমাদের ঋণ অপরিসীম। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
Leave a Reply