1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতা আব্দুর রহমান মুন্সির ইন্তেকাল কলাপাতা রেস্টুরেন্টের মালিকানা নিয়ে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই রক্তাক্ত নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি ছিল- কেন্দ্রীয় যুবদল নেতা রেজাউল করিম পল আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার গংএর বিরুদ্ধে জমি দখল এবং চাঁদাবাজি মামলা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাবনায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ র‍্যাবের অভিযানে যুবক গ্রেফতার সোনারগাঁয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকবো রাজনীতিতে আর কামব্যাক করবো না : হিরো আলম সোনারগাঁয়ে কারুশিল্প ফাউন্ডেশনে বাড়ি ভাড়ায় রাজস্ব ফাঁকির অভিযোগ

চাষাড়ায় রেস্টু‌রেন্ট ম্যানাজারকে গু‌লি কর‌লো ভবন মা‌লিক, গ্রেপ্তার ২

  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি রেষ্টুরেন্টে প্রকাশ্য গুলি ছুড়েছে ভবন মালিক আজাহার তালুকদার। এ সময় ওই রেষ্টুরেন্টের ম্যানেজার সফিউর রহমান কাজলসহ দুইজন গুলিবিদ্ধ হন। এসময় ঘটনাস্থলের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে আজাহার তালুকদার ও তার ভাই আজিজুল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। এরপর পরিস্থিতি শান্ত হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিক অপর আহতের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চাষাঢ়ার আঙ্গুরা প্লাজায় ‘সুলতান ভাই কাচ্চি’ নামে রেস্টুরেন্টে। খবর পেয়ে পুলিশ, ডিবি ঘটনাস্থলে ছুটে যায়। এর আগেই শত শত উৎসুক জনতা ভীড় করে ঘটনাস্থলে।

ওই রেষ্টুরেন্টের অপর এক ম্যানেজার রিপন সাহা জানান, ভবন মালিক আজাহার তালুকদার রেস্টুরেন্টে এসে দোতলায় যান। সেখানে গিয়ে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে চলে যান। কিছুক্ষন পর আবার ফিরে এসে হাতে থাকা পিস্তল থেকে ৬/৭ রাউন্ড গুলি করেন। এতে ম্যানেজার সফিউর রহমান কাজলের হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। তবে তিনি বলতে পারেননি কেন কি কারণে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তারকৃত আজিজুল হকের স্ত্রী শারমিন ডলি জানান, পানির বিল নিয়ে কথাকাটাকাটির জের ধরে এ ঘটনাটি ঘটে।

এদিকে ‘সুলতান ভাই কাচ্চি’র মালিক শুক্কুর জানান, ভবন মালিক আজহার তালুকদার এসে বলেন, পানির বিল বাবদ আপনাকে ১০ লাখ টাকা দিতে হবে। আমরা ১০ লাখ টাকা ঋণ হয়ে গেছি। আমি বললাম ১০ টাকা কেনো দিবো? আমি তো আপনার কাছ থেকে দোকান নেই নাই।

আর আমি তো পানির বিল প্রতিমাসে দিয়েই যাই। পানিসহ আমার ৮০ হাজার টাকা ভাড়া। পানির জন্য ৫ হাজার, আর ভাড়া ৭৫ হাজার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সাথে পূর্ব কোন শত্রুতা ছিল না। শত্রুতা ছিল তারা ভাইয়ে ভাইয়ে।

তিনি আরও জানান, আমার বাড়িওয়ালা আজিজুল হক। তার কাছ থেকে আমি দোকান ভাড়া নিয়েছি। কিন্তু আজাহার তালুকদার তো আমার কাছে পানির বিল নিয়ে আসতে পারেন না। তিনি তার ভাইয়ের সাথে বুঝবে।

শুক্কুর আরও জানান, পানির বিল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাহার আমাকে খারাপ ভাষায় গালমন্দ করে। পরে আমিও গালি দেই। এরপর সে বলে দাড়া আসতাছি। একথা বলে সে চলে যায়। পরক্ষনে এসে সে গুলি করে। এতে আমার ম্যানেজারসহ ২ জন আহত হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ভবন মালিক আজাহার তালুকদার ও তার ভাই আজিজুল হককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park