1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন

বৃহস্পতিবার রূপগঞ্জ ও আড়াইহাজারের যেসব এলাকায় গ্যাস থাকবে না

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৮৬ বার পঠিত

নিউজ ডেস্কঃ-

বিতরণ গ্যাস লাইন ও সার্ভিস গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (৭ এপ্রিল) রূপগঞ্জ ও আড়াইহাজারের বেশ কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারাবো হতে আড়াইহাজার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এর আগে ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সংকটের কারণে দুঃখ প্রকাশ করে তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য হ্রাসকৃত হারে গ্যাস সরবরাহের কারণে বিভিন্ন এলাকায় গ্যাস স্বল্পতার সৃষ্টি হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Theme Park BD