1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:২৬ অপরাহ্ন

সোনারগাঁওয়ে সোহাগ রনিসহ ২৬ জনের জামিন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৬৬ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গত ১৬ ফেব্রুয়ারী কাইকারটেক হাটের ইজারা নিয়ে যুবলীগের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সোহাগ রনিসহ ২৬ জনের জামিন মঞ্জুর হয়েছে। আজ সকালে নারায়ণগঞ্জ ম্যাজিষ্ট্রেট আদালতে তার এডভোকেট তাদের জামিন আবেদন করলে নারায়নগঞ্জ জেলার সিনিয়র জুটিশিয়ার ম্যাজিষ্ট্রেট নুর নাহার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। সোহাগ রনি ছাড়া যারা জামির পেয়েছেন তারা হলেন মামলায় সোহাগ রনি ছাড়া যাদের নামে মামলা হয়েছে তারা হলেন, সোহেল (৩৬) শাহ আলম, শাহজামাল তোতা (৫৩), সিরাজুল ইসলাম সজল (৩২), আলমগীর (৪৩), মিন্টু (৪২), পারভেজ (৩৫), লিজন (২৮), আলাউদ্দিন (৫৬), মিঠু (৪২), জসিম (৩২), গাজী জাবেদ (৩৫), গাজী খলিল মেম্বার (৬২), সেলিম (৩৫), আব্দুল আলী (৩৮), মোঃ রানা (৩৩), গাজী সামসুদ্দিন (৪৮), নাছির ওরফে নাছিম (৩৪), মেহেদি (৩৫), শাহজালাল (৩৫), অর্ণী আলম (২৮), সঞ্জল চন্দ্র ঘোষ (২৬) , রিটু (৩১), শেখ আমান, ওয়ালিদ (২৮), ইয়াছিন আরাফাত (২৩) ও আদনান (২৩)।

সোহাগ রনির এডভোকেট খোকন সাহা জানান, গত ১৬ ডিসেম্বর হাজী সোহাগসহ ২৬ জন নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতের সিনিয়র জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট নুর নাহারের আদালতে হাজির হয়ে জামিন চাইলে নারায়নগঞ্জ জেলা আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এ ব্যাপারে হাজী সোহাগ রনি জানান, গত ১৬ ফেব্রুয়ারী আমার লোকজন কাইকারটেক হাটের ইজারার আনতে গেলে যুবলীগের নেতাকর্মীরা আমাদের ছেলেদের উপর হামলা করে ১০জনকে আহত করে। এ ঘটনায় সজল বাদি হয়ে মামলা করলে যুবলীগের নামধারী সন্ত্রাসী ফারুক আহম্মেদ বাদি হয়ে আমার পরিবার ও শশুরের পরিবারসহ ৬২ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আজ আমরা আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে ম্যাজিষ্ট্রেট আমাদের মামলার কাগজপত্র দেখে আমাদের জামিন মঞ্জুর করেছেন। এতে আমরা মনে করি আমাদের জয় হয়েছে। মিথ্যা ভেসে গেছে। আজকের রায়ে প্রমানিত হলো মিথ্যার উপর ভর করে জয়ী হওয়া যায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Theme Park BD