সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে কলাপাতা রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটেছে। রেস্টুরেন্টের হিসাব চাইতে গিয়ে রডের আঘাতে রক্তাক্ত হয়েছেন মালিক মোমেন সিকদার। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মোমেন সিকদার জানান, সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে তিনি রেস্টুরেন্টে গিয়ে হিসাব চাইলে তার ছোট্ট ভাই মোতাহার মাসুম সিকদার, মহসিন মুকুল সিকদার ও মাহাবুব মামুন সিকদার মিলে তাকে টেনে হিঁচড়ে মারধর করে। একপর্যায়ে তার শরীরের জামাকাপড় ছিঁড়ে রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। তিনি আরও জানান,
হামলাকারীরা তার কাছ থেকে যুক্তরাজ্যের একটি পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা এবং একটি চশমাও ছিনিয়ে নেয়। পরবর্তীতে তিনি নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া
প্র হবে।
মোমেন সিকদার তার অভিযোগে উল্লেখ করেন, আমি একজন যুক্তরাজ্য প্রবাসী। উপরোক্ত আসামীগন আমার সহোদর ভাই। আমি এবং ০২নং আসামী মাহাবুব মামুন সিকদার এবং ৩নং আসামী মোতাহার মাসুম সিকদার দির্ঘদিন বৎসর যাবৎ যৌথভাবে চুক্তিনামা দলিল মোতাবেক সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন সোনারগাঁও শপিং কমপ্লেক্স এর দোতলায় অবস্থিত ‘কলাপাতা রেস্টুরেন্ট পরিচালনা করিয়া আসিতেছি। উল্লেখিত আসামীগন পরস্পর যোগ সাজশে বিগত ৫ মাস পূর্ব হইতে আমার উক্ত প্রতিষ্ঠানের কোন হিসাব আমার না দিয়া আসামীরা আমার পাওনা প্রায় ৬ লাখ টাকার আত্মসাৎ করার চেষ্টা করিতেছে। ২নং আসামী মাহাবুব মামুন সিকদার বিগত প্রায় ৬ মাস পূর্বে ব্র্যাক ব্যাংক এর একটি চেক দিয়া আমার নিকট হইতে ২ মাসের জন্য ১৫ লাখ টাকা নেয়। পরবর্তীতে উক্ত আসামী আমাকে উক্ত টাকা নিয়া দিয়া তালবাহানা করিতে থাকে। ১৯ মে সকাল ১০টার সময় আমি সোনারগাঁও থানাধীন “কলাপাতা রেষ্টুরেন্ট” এ গিয়া আমার উক্ত টাকা এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব দাবী করিলে, আসামীরা আমাকে আমি আসামী মাহাবুব মাসুম সিকদার এর নিকট এলোপাথারীভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। আসামী মোতাহার মাসুম সিকদার আমাকে লোহার রড দিয়া বারী মারিয়া ডান কাঁধে বারী মারিয়া গুরুতর জখম করিয়া আমার নিকট থাকা যুক্তরাজ্যের পাসপোর্স এবং আমার একটি চশমা ও আমার প্যান্টের পকেটে থাকা নগদ ৩ লাখ টাকা নিয়া যায় এবং আমি পুনরায় কলাপাতা রেস্টুরেন্টে গেলে আসামীরা আমাকে হত্যা করিবে বলিয়া হুমকি দেয়। ঘটনা সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ওসি জানান, আমরা অভিগে পেয়েছি তদন্ত করে তড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply