1. admin@dailygrambangla.com : admin :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাতা রেস্টুরেন্টের মালিকানা নিয়ে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই রক্তাক্ত নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি ছিল- কেন্দ্রীয় যুবদল নেতা রেজাউল করিম পল আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার গংএর বিরুদ্ধে জমি দখল এবং চাঁদাবাজি মামলা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাবনায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ র‍্যাবের অভিযানে যুবক গ্রেফতার সোনারগাঁয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকবো রাজনীতিতে আর কামব্যাক করবো না : হিরো আলম সোনারগাঁয়ে কারুশিল্প ফাউন্ডেশনে বাড়ি ভাড়ায় রাজস্ব ফাঁকির অভিযোগ সোনারগাঁয়ে রাস্তার কাজের উদ্ধোধন করলেন: চেয়ারম্যান মামুন

পাবনায় ভাইয়ের হাতুড়ির আঘাতে ভাইয়ের মৃত্যু

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৮ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনা সদর উপজেলার চরতারাপুরে আব্দুল ওহাব মন্ডল (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ছোট ভাই আরব মন্ডলের বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় আরব মন্ডলকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল নিহতের আপন ছোট ভাই। তিনি গত ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত ৩টার দিকে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বেধড়ক মারধর করতে থাকেন। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করেন এবং বলেন, ‘তাকে মারধর করার দরকার নেই তার বাড়িতে খবর দে, যাতে এসে নিয়ে যায়। মেয়েটি যদি মারা যায় তাহলে বিপদ হবে।’ বার বার নিষেধ করায় আরব আলী বড় ভাইকেও মারধর করতে শুরু করেন। এরপর বড় ভাই দৌড়ে পালাতে গেলে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। আহত আব্দুল ওহাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।

নিহতের পরিবারের সদস্য অভিযোগ করে বলেন, এর আগেও কয়েকবার আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। গতকাল রাত ৩টার দিকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় সে ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাত ৩টার দিকে আব্দুল ওহাবকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এরপর সকালের দিকে তিনি মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরব মন্ডলকে স্থানীয়রা আটকে রাখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা হলে ছোট ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park