1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে কে কি মার্কা পেলেন সাঁথিয়ায় গ্রীষ্মকালীন মাচায় তরমুজ চাষ বেড়া পৌরসভার উদ্যোগে বিনামূল্যে পানি বিতরণ উপজেলা চেয়ারম্যান হিসেবে নজরুলকে দেখতে চায় বেড়াবাসী বেড়া পৌর ক্রীড়া উন্নয়ন সংস্থার উদ্যােগে ১১টি ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরীরতে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প বেড়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা আমতলীতে হাওয়া বিবি নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সাঁথিয়ায় রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ডেপুটি স্পিকার ডেমরায় অবৈধ মেলার আয়োজন

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির,নব নির্বাচিত সভাপতি আলী আহমদ শাহীন, সাধারণ সম্পাদক আলমগীর নূর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫৩ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)”র ২০২৪ এর নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহনা টিভির ব্যুরো চীফ আলী আহমদ শাহীন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন দৈনিক আজকের প্রভাতের ব্যুরোচীফ আলমগীর নূর,

চট্টগ্রাম নগরীর ইসলামিয়া ভবনস্থ সিআরইউ কার্যালয়ে জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

আলী আহমদ শাহীন বর্তমানে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সভাপতি সৈয়দ দিদার আশরাফী অন্য একটি সংগঠনের দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য হয়। পদটি শূন্য হওয়ায় আলী আহমদ শাহীনকে সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সিআরইউ’র প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক আলমগীর নূর’র পরিচালনায় সভায় সিআরইউ’র কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত সভাপতি শাহীন সকলের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের বড় একটি অংশ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং দিনশেষে চিকিৎসা করানোর ব্যয়ভার বহন করার সামর্থ্যও থাকে না। এজন্য সংগঠনের বৃহত্তর স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি । মালিকরা সংঘবদ্ধ, কিন্তু সাংবাদিকরা এখনো সংঘবদ্ধ হতে পারে নাই। সুষ্ঠু সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিত করা আমাদের যেমন দায়িত্ব, তেমনিভাবে জীবনধারণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামাটা খুবই প্রয়োজন।

একইসঙ্গে স্ব স্ব ক্ষেত্রে মহান স্বাধীনতার স্বর্ণালি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা জোরদার করার মাধ্যমে দেশের উন্নয়ন সহযাত্রী হিসেবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান এবং তার উপর অর্পিত গুরুদায়িত্ব ন্যায্যভাবে পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন মর্মে অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি হারাধন চৌধুরী, মাসুদ ফেরদৌস কবির, আজিজুল হক, জাবেদ রকি, শিব্বির আহমদ ওসমান, আনিস খোকন, পারভিন আক্তার চৌধুরী, জান্নাতুন নঈম চৌধুরী রিকু, নুরুল ইসলাম রিপন, আতিকুর রহমান, আলহাজ্ব ইকবাল হোসেন, সাইফুর রহমান, মোঃ শহিদুল ইসলাম হাজী আবদুর রহিম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park