1. admin@dailygrambangla.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঁথিয়ায় গ্রীষ্মকালীন মাচায় তরমুজ চাষ বেড়া পৌরসভার উদ্যোগে বিনামূল্যে পানি বিতরণ উপজেলা চেয়ারম্যান হিসেবে নজরুলকে দেখতে চায় বেড়াবাসী বেড়া পৌর ক্রীড়া উন্নয়ন সংস্থার উদ্যােগে ১১টি ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত দয়াল নগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরীরতে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প বেড়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা আমতলীতে হাওয়া বিবি নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সাঁথিয়ায় রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ডেপুটি স্পিকার ডেমরায় অবৈধ মেলার আয়োজন সাঁথিয়ায় রাস্তা উন্নয়ন ও ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ডেপুটি স্পিকার

আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা প্রানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী

  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬১ বার পঠিত
মোঃ ইমরান হোসাইন-আমতলী বরগুনা প্রতিনিধি:
[ বরগুনার আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুট ও প্রাণ নাশের হুমকির অভিযোগে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গোছখালী গ্রামের  রামেশ্বর রায় (৭৫)]
আমতলী থানায় দায়েরকৃত অভিযোগও স্থানীয় সুত্রে জানা যায়, গোছখালী গ্রামের মোঃ মতি সিকদার (৫০) মোঃ মামুন সিকদার (৩৫) মোঃ আল আমিন সিকদার (৪৫) মোঃ মকবুল সিকদার (৪৫)  এর সাথে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিয়া  আসিতেছে  অসহায় দরিদ্র রামেশ্বর রায়ের পরিবারের সাথে।
উক্ত বিরোধের জের ধরে  ঘটনার দিন ২৬ এপ্রিল  ভোর রাত্র অনুমান ৪.০০ ঘটিকার সময় মতি সিকদার, মকবুল সিকদার গংরা একদল ভাড়াটে সন্ত্রাসীদের  নিয়ে  রামেশ্বর রায়ের  দোকান ঘর ভাংচুর করিয়া এবং দোকানে থাকা মালামাল লুট করিয়া নিয়ে যায়।
 তখন রামেশ্বরের পরিবারের লোকজন ঘর ভাঙ্গার শব্দ পেয়ে  ঘটনাস্থলে গিয়ে  বাধা নিষেধ করিলে মামুন সিকদার গংরা  তর্কে সৃষ্টি করিয়া রামেশ্বরের পরিবারকে খুন জখম করার জন্য দাও, শাবল ও লাঠিসোটা নিয়া ধাওয়া দিলে  তারা প্রাণের ভয়ে  ডাক চিৎকার করিলে স্থাণীয় লোকজন আসিয়া পড়ায়   মামুন  , মকবুল সিকদার গংরা  সটকে পড়েন।
সরেজমিনে গেলে দেখা যায়  রামেশ্বর  রায়ের দোকান ঘর পানি উন্নয়ন বোর্ডের রাস্তার পাশের পুকুরের মধ্যে পড়ে  আছে।
ক্ষতিগ্রহস্থ  অনিমা রানী, সোনা রানী রেনু রানী জানান, আল আমিন সিকদার  মামুন সিকদার গংদের ভয়ে  হুমকিতে আমাদের  বাড়ীর যুবতী মেয়েদের নিজ বাড়ীতে রাখতে পারছিনা।  আল আমিন সিকদার  মামুন সিকদার গংরা  গায়ের জোরে  ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের সম্পত্তির ১৮টি ভিটি বিক্রি করে  দিয়েছে। সিকদারদের ভয়ে আমাদের  পরিবারের সদস্যরা স্বাভবিক ভাবে  জীবন যাপন করতে পারছিনা।  রামেশ্বর রায় আরো বলেন আমি থানায় অভিযোগ দেয়ারপর সিকদার গংরা  আমার পরিবারের সদস্যদের খোজা খুজি করতেছে। আমি ও আমার পরিবারের সদস্যরা এক প্রকার পালিয়ে বেড়াচ্ছি।
সোনা রানী রেনু রানী আরো বলেন, রাত ৪ টার সময় মকবুল সিকদার, মামুন সিকদার , আল আমিন সিকদার, আমিনুল হাওলাদার ফোরকান মিয়া আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে দেশ ছেড়ে চলে যেতে বলেন।
 এব্যাপারে অভিযুক্ত আল আমিন সিকদার মুঠোফোনে  তাদের বিরুদ্ধে  আনা অভিযোগ অসি¦কার করে বলেন, কে বা কারা রামেশ্বর  রায়ের দোকান ভাংচুর করেছে তা তারা জানেননা তিনি অসুস্থ  ঘটনা স্থলেও ছিলেননা বলে জানান।
আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ সরকার অভিযোগ পাওয়ার কথা সিকার করে বলেন  অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park