1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাদিকুর রহমান সেন্টুসহ সোনারগাঁ বিএনপির ৪ নেতা কারাগারে সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ-সিএনজি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু সোনারগাঁয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন সোনারগাঁয়ে সাঈদ ও জসিম বাহিনীর তান্ডব, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে ভূমি সন্ত্রাসীদের হামলা, ৫৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে র‍্যাবের উপর হামলায় ২১ জনের নামে মামলা সোনারগাঁয়ে জাতীয় পার্টি এখন অনেক সুদৃঢ় ও শক্তিশালী: এমপি খোকা লাউ চাষে লাভবান হচ্ছে বেড়া উপজেলার কৃষকেরা সাদিপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে স্থানীয়দের হামলার অভিযোগ, গুলিতে বৃদ্ধ নিহত

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় গ্রামবাসী ও র‌্যাবের সঙ্গে সংগঠিত দ্বন্দ্বে র‌্যাবের গুলিতে আবুল কাসেম (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। একই সময় হুমায়ুন (৪০) নামে অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেমের ছেলে দ্বীন ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে র‌্যাবের একটি দল পাকিস্তানি এসিআই গার্মেন্টসের নারী কর্মী রোজিনা হত্যাকান্ডের ঘটনায় সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও গ্রামের আমীর আলীর ছেলে সেলিম (২৩) নামে এক যুবককে সন্দেহজনক হিসেবে ধরতে আসে র‌্যাবের সিভিল টিম। এ সময় স্থানীয়রা র‌্যাবকে ডাকাত বলে সন্দেহ করে। এ সময় র‌্যাব-১১ এর সদস্যরা গ্রামবাসীর সন্দেহ দুর করতে নিজেদের পরিচয় পত্র (আইডি কার্ড) দেখায়। তারপরও স্থানীয়রা অভিযানে আসা র‌্যাব সদস্যদের ডাকাত বলে সন্দেহ করে তাদের সঙ্গে বাক-বিতন্ডা শুরু করে উত্তেজিত হয়ে ধাওয়া দেয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। এতে সময় গুলিতে ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে আবুল কাসেম নিহত হয় এবং গুলিবিদ্ধ হোন একই গ্রামের রহমত আলীর মেয়ে স্বামী হুমায়ুন। হুমায়ন রহমত আলীর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতো।

এ ব্যাপারে র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামে রাজধানীর মিরপুরের রোজিনা নামে এক নারীর কন্ঠনালী কাটা মরদেহ উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ। ওই হত্যাকান্ডে সঙ্গে জড়িত সেলিমকে নামে একজনকে আটক করে নিয়ে আসার সময় র‌্যাবের উপর হামলা চালায় এলাকাবাসী। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে আদমজী র‌্যাব ক্যাস্পে চলে আসেন। গতকাল সকালে জানতে পারেন আবুল কাশেম নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন। তবে কাদের গুলিতে আবুল কাশেম মারা গেছেন তা নিশ্চিত করতে পারেননি র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Theme Park BD