1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাক-ভারত মহাদেশে সর্বপ্রথম হাদিসের শিক্ষা উচ্চারিত হয় সোনারগাঁয়ে: আল্লামা মামুনুল হক সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে চার আ’লীগ নেতাকর্মীর বাড়িঘরে হামলার অভিযোগ পাবনায় ভাইয়ের হাতুড়ির আঘাতে ভাইয়ের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেপ্তার নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে দুই যুবক আটক, সাড়ে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, দাবি তুলে সংবাদ সম্মেলন  আট মাস না যেতেই আ:লীগ কামব্যাক করছে, আমরা শঙ্কায় আছি: ভিপি নুর রাজশাহীতে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা সোনারগাঁয়ে এমবিবিএস ডাক্তারের আত্মহত্যা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৬৫ হাজার পরিবার

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

দেশের গৃহহীন, ভূমিহীনদের মাঝে বিনামূল্যে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। তৃতীয় ধাপে আরও ৬৫ হাজার ৪৭৪টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ঈদুল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করা হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।

প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ১ লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল। আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা ছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে ঘর দেওয়ার পর কিছু ঘরে ত্রুটি দেখা দিয়েছিল। সেসময় কিছু ঘর ভেঙে যাওয়া বিভিন্ন দিক থেকে সমালোচনা উঠেছিল। পরে সরকার বিষয়টি আমলে নিয়ে সেই ত্রুটি দূর করে নতুন ঘর দেন। যার কারণে ব্যয়ও বেড়েছে আগের তুলনায় ৬৯ হাজার টাকা।

তৃতীয় ধাপে ঘরপ্রতি বরাদ্দ দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার টাকা। অবকাঠামো নির্মাণেও এসেছে পরিবর্তন। আগে ইটের ভিত ও কলাম ছিল। শুধু জানালা ও দরজায় লিন্টেল ছিল। এবার আরসিসি ঢালাইয়ের ওপর গ্রেট ভিম ও কলাম দেওয়া হয়েছে। পুরো ঘরে লিন্টেল দেওয়া হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি অর্থবছর আশ্রয়ণ প্রকল্পে এক লাখ ৮২ হাজার ৮০৩টি পরিবার ঘর পাবে। এতে ৩ হাজার ৯৭১ কোটি ৬ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন তৃতীয় ধাপের কাজ চলছে। এতে ৬৫ হাজার ৪৭৪টি পরিবার পাবে ঘর।

চরাঞ্চলের জন্য করা হয়েছে ভূমিকম্প সহনীয় বিশেষ ডিজাইন। তৃতীয় ধাপে চরে এক হাজার ৪২টি ঘর নির্মাণ হচ্ছে। চলতি অর্থবছর এ কার্যক্রমের আওতায় আসবে এক লাখ ৮২ হাজার ৮০৩টি পরিবার। এতে ৩ হাজার ৯৭১ কোটি ৬ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয় ধাপের কাজ চলছে। এতে ৬৫ হাজার ৪৭৪টি পরিবার ঘর পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park