1. admin@dailygrambangla.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়ায় আওয়ামীলীগ নেতার বাড়িতে বি এন পি নেতাকর্মীর হামলা আহত-৫ সোনারগাঁয়ে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তৃণমূলের নেতা-কর্মীরা জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখবে: এমপি খোকা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সংবাদ সম্মেলন আ’লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে ১নং সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন মোস্তাফিজুর রহমান মাসুম নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু আওয়ামীলীগ সৃষ্টি করেন-আরজু বেড়ায় বজ্রপাত রোধে ৪শ’ তালগাছের চারা রোপন গুচ্ছে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৪৩.৩৫ শতাংশ বেড়ায় পাটক্ষেত থেকে ভ্যান চালক ইউসুফের লাশ উদ্ধার সোনারগাঁয়ের জাতীয় পার্টি হবে সারা দেশের মডেল : এমপি খোকা

বারদী চেয়ারম্যান লায়ন বাবুল ক্ষমা পেয়ে স্বপদে বহাল

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলকে ক্ষমা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা পায় লায়ন বাবুল।

মঙ্গলবার (৮ মার্চ) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলের স্বাক্ষরিত এক চিঠিতে লায়ন বাবুলকে ক্ষমা করে জেলা আওয়ামী লীগ। ১৩ মার্চ রবিবার এক চিঠিতে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

চিঠিতে বলা হয়, সম্প্রতি সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের এক ধর্মীয় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শেখ হাসিনা এমপি সম্পর্কে আপনার মনগড়া বক্তব্যের অভিযোগে সংগঠন ও গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুযায়ী আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। সাংবাদিক সম্মেলন করে আপনি অভিযোগের সত্যতা স্বীকার করে ও কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দাখিলের মাধ্যমে আপনার বক্তব্য প্রত্যাহার পূর্বক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি এবং দেশ ও জাতির কাছে গভীরভাবে অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তৎসঙ্গে ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) জনাব মির্জা আজম এমপি মহোদয়ের নির্দেশে আদিষ্ট হয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আপনার প্রেরিত লিখিত জবাব পর্যালোচনা করে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো এবং স্বপদে বহাল রাখার জন্য সাংগঠনিক নির্দেশনা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগকে প্রদান করা হলো। ভবিষ্যতে সংগঠন বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে। এর আগে এক সভায় মাহবুবুর রহমান বাবুল বলেছিলেন, বারদী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী আসলেও আমার অনুমতি লাগবে।

বাবুলের এমন মন্তব্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় লায়ন মাহবুবকে দল থেকে বহিষ্কারের দাবীও জানান জেলা আওয়ামী লীগের একাধিক নেতা। পরে বিষয়টি স্বীকার করে নিয়ে সংবাদ সম্মেলনে দেশ ও জাতি এবং আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাছে ক্ষমা চান লায়ন বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Theme Park BD