1. admin@dailygrambangla.com : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে বাবু’র হেলিকপ্টার প্রতীকের গণজোয়ার হুমকি ধমকি ও রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা: মাকসুদ হোসেন সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর হামলা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার ঢাকা মহানগর দক্ষিণে ছাত্রলীগ উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে কে কি মার্কা পেলেন সাঁথিয়ায় গ্রীষ্মকালীন মাচায় তরমুজ চাষ বেড়া পৌরসভার উদ্যোগে বিনামূল্যে পানি বিতরণ উপজেলা চেয়ারম্যান হিসেবে নজরুলকে দেখতে চায় বেড়াবাসী বেড়া পৌর ক্রীড়া উন্নয়ন সংস্থার উদ্যােগে ১১টি ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ফুটবল ডিগবার ও হারিয়ে যেতে বসা কাবাডি খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

“মাদক ছাড়ো খেলা ধরো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় দত্তপাড়া ব্রাদার্স ক্লাবের উদ্যোগে সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুক্রবার রাতে ফুটবল ডিগবার ও বাংলাদেশের জাতীয় কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। দেশ থেকে হাড়িয়ে যেতে বসা কাবাডি খেলা উপভোগ করতে আশপাশের এলাকা থেকে শতশত মানুষ এসে খেলা উপভোগ করে এবং এতো সুন্দর আয়োজনের জন্য দত্তপাড়া ব্রাদার্স ক্লাবকে ধন্যবাদ জানান।
খেলাশেষে ফুটবল ডিগবার রানার্স আপদের ১৫ হাজার ও চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা, অপরদিকে কাডাডি খেলায় একইভাবে ১৫ হাজার ও ৩০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাদিকুর রহমান সেন্টু। বিশেষ অতিথি ছিলেন, আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম, বাংলাদেশ সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি দীপন সরকার ও ঢাকা টাইমস’র ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাদিকুর রহমান সেন্টু বলেন, খেলাধুলা মানুষকে বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে বিরত রাখে। তোমাদের এই আয়োজনে আমি মুগ্ধ, আমি সবসময় তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
শীতের রাতে সুন্দর এই খেলার আয়োজনে দত্তপাড়া ব্রাদার্স ক্লাবের সদস্য মিজানুর রহমান, আইয়ুব হোসেন, মোহাম্মদ রাসেল ও ইস্রাফিল বলেন, দীর্ঘদিন পরে হলেও আমরা এ খেলার আয়োজন করতে পেরেছি। তারা জানায়, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, যা আমাদের দেশ থেকে হাড়িয়ে যাচ্ছে।
মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলার পাশাপাশি কাবাডি খেলাকে প্রাধান্য দিয়েই ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করেন দত্তপাড়া ব্রাদার্স ক্লাবের এই সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park