1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকবো রাজনীতিতে আর কামব্যাক করবো না : হিরো আলম সোনারগাঁয়ে কারুশিল্প ফাউন্ডেশনে বাড়ি ভাড়ায় রাজস্ব ফাঁকির অভিযোগ সোনারগাঁয়ে রাস্তার কাজের উদ্ধোধন করলেন: চেয়ারম্যান মামুন সোনারগাঁয়ে মহাসড়কে আ’লীগ কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ পাবনায় র‍্যাবের অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়া গরু সোনারগাঁ থেকে উদ্ধার পাবনায় চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনায় হাট বাজারের ময়লা ফেলে হচ্ছে আত্রাই নদীতে

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

পাবনা জেলার বুকের উপর দিয়ে বয়ে চলা আত্রাই নদী প্রায় মৃত।কাশিনাথপুর হাট-বাজার এলাকার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে আত্রাই নদীতে।এ অবস্থায় ভরাট হয়ে যাচ্ছে নদী।বাড়ছে দূষণ,ছড়িয়ে পড়ছে রোগ-ব্যাধি।দূষণে নদীর পানি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।হাট কমিটির নির্দেশে ময়লা নদীতে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মীরা।

সরেজমিন দেখা যায়,কাশিনাথপুর ফুল-বাগান বাজারের প্রতিদিন খোলা জায়গায় জবাই করা গরু-ছাগল,মুরগির রক্ত,বিষ্ঠা,পঁচা মাছ এবং তরকারি,পলিথিন বোতল ইত্যাদি আবর্জনা এখানে ফেলা হচ্ছে।এক সময় আত্রাই নদীর পানি ব্যবহার করে দৈনন্দিন কাজ সহ সবধরনের কাজ সম্পন্ন করতেন এলাকাবাসী।কালের বিবর্তনে নদীর নাব্যতা সংকট এবং আবর্জনা ফেলায় নদীটি যেমন সরু হয়েছে তেমনি পানির প্রবাহও একেবারেই কমে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক পরিচ্ছন্নকর্মী জানান,বাজারের ময়লা ফেলার জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকায় নদীতেই ময়লা ফেলা হচ্ছে।ব্রিজের নিচের দিকের ময়লা ফেলা হচ্ছে।শুধু ব্রিজের নিচে না যে যেমন পাড়ছে ময়লা ফেলছে।এভাবে ময়লা ফেলতে থাকলে একদিন অস্তিত্ব সংকট পড়বে আত্রাই নদী।

এ বিষয় পরিবেশ রক্ষাবিদ প্রকৃতি উন্নয়ন ব্যক্তিরা বলেন,হাট বাজারের ময়লা আবর্জনা যেভাবে নদীতে ফেলা হচ্ছে। একদিন অস্তিত্ব সংকটে পড়ে যাবে নদী।বাংলাদেশ নদীমাতৃক দেশ।অবৈধভাবে নদীগুলো দখল করা হচ্ছে।গড়ে তোলা হচ্ছে মার্কেট দোকানপাট এভাবে চলতে থাকলে।বাংলাদেশে আর নদী থাকবে না।বাংলায় একটি প্রবাদ ছিল নদী মরে গেলে নদীর বাক থেকে যায়।যেভাবে নদীতে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে একদিন বাক ও থাকবে।এখনই সবাইকে সচেতন হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা দরকার।আমরা মনে করি মন সুন্দর যার, সেই রাখবে দেশ পরিষ্কার।কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন সচেতন ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park