সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলার শাখার বুধবার দুপুরে বন্দরের মদনপুর এলাকায় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা শাখার সাবেক আমির দেওয়ান মোঃ খোরশেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মমিনুল হক সরকার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জামায়েত ইসলামীর নারায়ণগঞ্জ -৩ আসনের মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আশরাফুল ইসলাম ভূঁইয়া ও সোনারগাঁ উওরের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আমির মোঃ ইসহাক মিয়া, উপজেলা সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা। এসময় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জামায়াতে ইসলামীর সভাপতি, সাধারণ সম্পাদক ও থানা কর্ম পরিষদ সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply