সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় শুক্রবার বিকেলে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের দাবিতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফারুক’র নেতৃত্বে শত শত নেতা নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে এক আলোচনা সভায় ছাবেক ছাত্রদলের এ নেতা বলেন, আমাদের প্রিয় নেতা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব ‘র নির্দেশনায় আমাদের নেতাকর্মীদের সহায়তায় উপজেলার সর্বত্রই মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য শিথিল হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান’র সরাসরি হস্তক্ষেপে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গ্রামে গ্রামে প্রতিবাদ সভা করে আসছে। আজ তারই অংশ হিসেবে কাঁচপুর এলাকায় মাদক নির্মূলে কাজ করা হয়েছে। অবিলম্বে সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিহত করা হবে।
এসময় জেলা যুবদল, ছাত্রদল ও উপজেলার সর্বস্তরের তৃণমূল নেতৃবৃন্দ।
Leave a Reply