নিজস্ব প্রতিবেদক:
বহু আলোচিত ও সমালোচিত নারায়নগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগামী ২১ শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। এদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে “৪ “জন প্রতিক নিয়ে লড়ছে ১.মাহফুজুর রহমান কালাম (ঘোড়া) ২. বাবুল ওমর (আনারস) ৩.আলী হায়দার(দোয়াত কলম) ৪. রফিকুল ইসলাম নান্নু(মোটর সাইকেল)। কিন্তু প্রকৃতপক্ষে মাঠ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে “কালাম”এবং “বাবুল ওমর” এর মধ্যে ভোটের লড়াই হবে। তারা দুইজনেই মাঠে সরগম প্রচারণা চালাচ্ছে। স্থানীয় ক্ষমতাসীনদের সমর্থন নিয়ে তাদের মাঠে নিয়ে ভোটারদের নিকট প্রচারণা চালাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোনারগাঁয়ের কৃতি সন্তান লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কেন্দ্রীয় আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য “ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ” মাহফুজুর রহমান কালাম” ঘোড়া প্রতিককে পূর্নসমর্থন দিয়ে তার নেতা কর্মীদের ঘোড়া প্রতিককে জয়যুক্ত করার জন্য ভোটারদের দ্বারপ্রান্তে পৌছাতে অনুরোধ করেছেন।
“ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম” বলেন মাহফুজুর রহমান কালাম আওয়ামী লীগের প্রবীণ ত্যাগী তৃণমূলের নেতা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগকে সুসংঘটিত করার জন্য মাহফুজুর রহমান কালাম এর অবদান অনেক, মরহুম মোশারফ হোসেন চেয়ারম্যান মৃত্যুর পর সোনারগাঁ দৃশ্যমান উন্নয়নের জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে মাহফুজুর রহমান কালামকে তিনি যোগ্য বলে মনে করেন, “বাবলু ওমর” উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন সোনারগাঁয়ে উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ন্নানুকে দলীয় সমর্থন দিয়ে তা আবার তুলে নেয়া হয়েছে, এটা তার সাথে অমানবিক কাজ হয়েছে বলে তিনি জানান রফিকুল ইসলাম নান্নু একজন রাজপথের পরীক্ষিত ত্যাগী নেতা,তাই নান্নুর জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply