বেড়া পাবনা প্রতিনিধি:
বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের গণজোয়ার। আসন্ন পাবনার বেড়া পাবনা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন (বর্তমান চেয়ারম্যান) চেয়ারম্যান পদপ্রার্থী হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক বাবু। উপজেলার বিভিন্ন হাট বাজার,ঘাট,পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ ছাড়া গ্রামে গ্রামে উঠান বৈঠক করেন। উপজেলার প্রত্যন্ত গ্রামে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে হেলিকপ্টার প্রতীকে ভোট প্রার্থনা করেন রেজাউল হক বাবু।
ভোট প্রার্থনাকালে হাজারো মানুষ তাঁকে দেখতে ছুটে আসেন। এ সময় তারা রেজাউল হক বাবুকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিনিয়ত বাবু’র গণজোয়ার সৃষ্টি হচ্ছে। রেজাউল হক বাবু ভোট প্রার্থনাকালে স্থানীয় এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন।
নির্বাচনে জয়ের পরে যেন তাদের এলাকার সমস্যা সমাধান করেন এমন অঙ্গীকার আদায় করে নিচ্ছেন ভোটারেরা। রেজাউল হক বাবু ও ভোটারদের আশ্বস্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার সব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এলাকাবাসী বাবুর হেলিকপ্টার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে গোটা এলাকা। একটি পৌরসভা আর নয়টি ইউনিয়ন পরিষদ নিয়ে বেড়া উপজেলা। নয় ইউনিয়নের জাতসাখিনী ইউনিয়নে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। রেজাউল হক ছিলেন জাতসাখিনী ইউনিয়ন পরিষদের নির্বাচীত সফল চেয়ারম্যান। ঔই ইউনিয়নের মাটি ও মানুষের নেতা হিসাবে বাবু’র আলাদা পরিচিতি আছে। ভোটের হিসাব জনপ্রিয়তা সফল নেতৃত্ব আর আঞ্চলিকতার টানে জাতসাখিনী থেকে সবচেয়ে বেশি ভোট পাবেন বলে আশাবাদী তিনি। রুপপুর মাসুমদিয়া, ঢালারচর,পুরান ভারেঙ্গা,নতুন ভারেঙ্গা,সহ সকল ইউনিয়নের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা বাবুর হেলিকপ্টার প্রতীকের পক্ষে কাজ করছে।
উপজেলার জাতসাখিনী,রুপপুর,মাসুমদিয়া ইউনিয়নের একাধিক ব্যাক্তির সাথে কথা হলে তারা বলেন, বাবু এলাকার সন্তান। আবারও তাকেই আমরা ভোট দেব। উপজেলার উন্নয়নের জন্য তাকে দরকার। বর্তমান সফল ও জনপ্রিয় চেয়ারম্যান। তার অর্থ সম্পদের লোভ অহংকার নেই। তিনি জনগণের সেবা করেন। ছাত্র জীবন থেকে তিনি সংগঠন করা লোক। কর্মীবান্ধব একজন ব্যক্তি।বিপদে আপদে পাশে থাকেন। আবারও আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক বাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করব।
রেজাউল হক বাবু এক প্রশ্নের জবাবে বলেন,জয়ের ব্যাপারে তিনি শতভাগা আশাবাদী। তিনি আরও বলেন,আমি আমার জীবনে যত মানুষের উপকার করেছি তাদের ভোট আমি পাবো। আমার ধারা কারো কোনো ক্ষতি হয়নি। চেষ্টা করেছি সকলের জন্য কাজ করবার। সময় ছিলো অল্প উন্নয়ন কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। অসমাপ্ত কাজ সমাপ্ত করে স্মার্ট বেড়া উপজেলা গড়তে আমি আবারো আপনাদের কাছে ভোট চাই।
Leave a Reply