
নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলমকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (পিপিএম বার) গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা নভেম্বর ২০২২ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (পিপিএম বার) গোলাম মোস্তফা রাসেলের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম।
এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচাৰ্চ মাহবুব আলম জানান, এই সাফল্য মুলত সোনারগাঁ থানার সকল পুলিশ সদস্যদের। আন্তরিক প্রচেষ্টার ফসল নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-হিসেবে আমাকে মনোনীত করেছে। যেকোনো পুরষ্কার ‘কাজে উদ্দীপনা তৈরি করে। এই সাফল্য মূলত সোনারগা থানার সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফসল।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন স্যারের এই সম্মাননা আমাদের সোনারগাঁ থানা পুলিশের কাজকে উজ্জীবিত করবে সে সাথে তিনি সোনারগাঁ থানার সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply