1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বহিষ্কার  বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে বাবু’র হেলিকপ্টার প্রতীকের গণজোয়ার হুমকি ধমকি ও রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা: মাকসুদ হোসেন সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর হামলা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার ঢাকা মহানগর দক্ষিণে ছাত্রলীগ উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে কে কি মার্কা পেলেন সাঁথিয়ায় গ্রীষ্মকালীন মাচায় তরমুজ চাষ বেড়া পৌরসভার উদ্যোগে বিনামূল্যে পানি বিতরণ উপজেলা চেয়ারম্যান হিসেবে নজরুলকে দেখতে চায় বেড়াবাসী

আমিনপুরে গভীর রাতে কবরস্থান থেকে ১৪টি কঙ্কাল চুরি

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৫৯৮ বার পঠিত

হৃদয় হোসাইন,বেড়া পাবনা:

আমিনপুরে রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৪টি মরদেহের কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ই মার্চ) দিবাগত রাতে পাবনা জেলার আমিনপুর থানার(বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন) আমিনপুর নতুন বাজার এলাকায় অবস্থিত খাশ আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১৯শে মার্চ) ভোরে কবরস্থানে দাফনকৃত মরদেহের পরিবারের একজন সদস্য কবর জিয়ারত করতে গেলে কবর খোঁড়া দেখতে পায়।এ সময় তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি কালাম মন্ডল কে জানালে মুহুর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কবরস্থানে দাফনকৃতদের স্বজনেরা সেখানে উপস্থিত হলে বেশ কিছু কবর খোঁড়া অবস্থায় দেখতে পায়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় উপস্থিত জনপ্রতিনিধি আমিনপুর থানায় ফোন দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুজ্জামান, এস আই তরিকুল ইসলাম প্রমুখ। কবরস্থানে দাফনকৃত মরদেহের কঙ্কাল চুরির ঘটনার প্রত্যক্ষদর্শী রেখা পারভীন জানান,ফজর নামাজ শেষে আমি ভাইয়ের কবর জিয়ারত করতে আসি। এমন সময় কবরস্থানে ৬ – ৭ জন কালো পোশাক পরিহিত মানুষ দেখতে পাই। আমাকে দেখতে পেয়ে তারা অতিদ্রুত ট্রাকে উঠে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে কয়েকটি বস্তা ছিল। এত সকালে অপরিচিত মানুষজন দেখে আমি ভয়ে বাড়িতে চলে আসি, এখন শুনছি কবরস্থান থেকে ১৪ টি কঙ্কাল চুরি হয়েছে। এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, যেখানে কবরস্থানে দাফনকৃত মরদেহের নিরাপত্তা নেই সেখানে আমাদের নিরাপত্তা কোথায়। এবিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park