1. admin@dailygrambangla.com : admin :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাচনে কালামের “ঘোড়া”সমর্থন দিলো কেন্দ্রীয় আ’লীগ নেতা ইঞ্জি.শফিকুল ইসলাম আমাকে ঠেকাতে চলছে অনেক ষড়যন্ত্র – মাহফুজুর রহমান কালাম বন্দরে মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বহিষ্কার  বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে বাবু’র হেলিকপ্টার প্রতীকের গণজোয়ার হুমকি ধমকি ও রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা: মাকসুদ হোসেন সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর হামলা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার ঢাকা মহানগর দক্ষিণে ছাত্রলীগ উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে কে কি মার্কা পেলেন সাঁথিয়ায় গ্রীষ্মকালীন মাচায় তরমুজ চাষ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৫ জেলের কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদী এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়।

গত (১৮ অক্টোবর) বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

জানা গেছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২রা নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় সোনারগাঁয়ের মেঘনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিনার (ভূমি) মো. ইব্রাহীম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ৫ জন আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ব্যবহারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকারসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাগন।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হল:- মেঘনা উপজেলার বড়য়াকান্দি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান, একই গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. হোসেন, আবদুর সাত্তারের ছেলে মো. কামাল, আড়াই হাজার উপজেলার চর লক্ষীপুর গ্রামের রহম আলীর ছেলে জসীমউদ্দিন ও সোনারগাঁ উপজেলার রঘুবার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park