1. admin@dailygrambangla.com : admin :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাচনে কালামের “ঘোড়া”সমর্থন দিলো কেন্দ্রীয় আ’লীগ নেতা ইঞ্জি.শফিকুল ইসলাম আমাকে ঠেকাতে চলছে অনেক ষড়যন্ত্র – মাহফুজুর রহমান কালাম বন্দরে মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বহিষ্কার  বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে বাবু’র হেলিকপ্টার প্রতীকের গণজোয়ার হুমকি ধমকি ও রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা: মাকসুদ হোসেন সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর হামলা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার ঢাকা মহানগর দক্ষিণে ছাত্রলীগ উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে কে কি মার্কা পেলেন সাঁথিয়ায় গ্রীষ্মকালীন মাচায় তরমুজ চাষ

বেড়ায় ঈদগাঁ মাঠের কাজ না করেই প্রকল্প শেষ

  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

বেড়া প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের ধোপাখোলা করনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের গেট থেকে ঈদগাঁ মাঠ পর্যন্ত এইচবিবি রাস্তা নির্মাণ না করেই প্রকল্প সমাপ্ত করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টরা।খোঁজ নিয়ে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) আওতায় বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউপির রঘুনাথপুর কবরস্থানের আরসিসি বাউন্ডারী ওয়াল নির্মাণ, জাতসাখিনী ইউপির ধোপাখোলা করনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের গেট হতে অফিস রুম এবং কলেজ গেট হতে ঈদগাঁ মাঠ পর্যন্ত এইচবিবি রাস্তাকরণ এবং রুপপুর ইউপির ভবানীপুর কদমতলী মাসুমদিয়া বাজারের রাস্তা সংলগ্ন স্থান পর্যন্ত রাস্তা এইচবিবিকরণ এর লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৯ লাখ ৯৫ হাজার টাকার একটি প্রকল্প ইজিপি টেন্ডারের মাধ্যমে আহবনা করা হয়। ইজিপি টেন্ডার নাম্বার ৬৮৬৮৭৯ এর ৩/৫/২০২২ ইং কার্যাদেশ প্রদান করা হয়। প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল মিহরিমাহ কনস্ট্রাকশন।  যার প্রোপ্রাইটর মো: মইনুল ইসলাম। এই প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ম্যানেজ করে ধোপাখোলা করনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ গেট থেকে ঈদগাঁ মাঠ পর্যন্ত রাস্তা এইচবিবি করন না করেই গেল বছরের ২৭/৬/২০২২ তারিখে  কাজ সমাপ্ত দেখানো হয়েছে। নাটিয়াবাড়ি রাজনারায়ণপুর  ঈদগা মাঠের সভাপতি পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু অভিযোগ করে বলেন, অদৃশ্য হস্তক্ষেপে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র ঈদগাহ রাস্তা এইচবিবি করন না করেই টাকা হাতিয়ে নিয়ে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। সরকারের এই কল্যাণকর উদ্যোগে কালো থাবা বসানো চক্রটির বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় মানুষ। ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দাবী করেন তিনি। বেড়া উপজেলা নির্বাহী অফিসার সবুর আলী বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জ্ঞাত হলাম। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু বলেন, অভিযোগ জানার পরপরই আমি জাতসাখিনী ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি। অর্থ বরাদ্দ কম থাকায় প্রাপ্য অর্থে ততটুকু কাজ করা হয়েছে বলে জেনেছি। ঠিকাদার মইনুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিক যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। বেড়া উপজেলা প্রকৌশলী মো : আখতারুজ্জামান বলেন, স্কুল ও কলেজ গেট থেকে নতুন ভবন পর্যন্ত এইচবিবি করণ  কাজ করা হয়েছে। এসটেমেট না থাকায় টেন্ডারে ঈদগা মাঠের নাম থাকলেও সেটার কাজ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park