পাবনা প্রতিনিধি:
কিংবদন্তি প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে পাবনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৩১ সালের ৬ এপ্রিলের আজকের এই দিনে তিনি পৃথিবীর মুখ আলো করে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের পাবনায় জন্ম নেওয়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মবার্ষিকী নিয়ে করা হয়েছে নানা আয়োজন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারে কোন আয়োজন না থাকায় হতাশ সুচিত্রা সেন ভক্তরা। রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলু রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম খোকন, ফজলুল হক সুমন প্রমূখ।
Leave a Reply