
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন চুনা কারখানায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে গুড়িয়ে দেয়া হয় চুনার ভাট্টি। রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার উত্তর রুপসী,কাজীপাড়া,বানিয়াদি লক্ষ্যা যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে মোট তিনটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ (ম্যাজিস্ট্রেট) মনিজা খাতুনের নেতৃত্বে ও রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মোদ জাহিদের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। চুনা কারখানার ভাট্টি এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।এ সময় তিতাস কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে রূপগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগের খবর পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যারা অবৈধ সংযোগ ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় পুলিশ প্রসাশনসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply