
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে মো. মঞ্জুর ভূঁইয়া নামের এক যুবকে কুপিয়ে তার পায়ের রগ কেটে দিলো যুবলীগের নেতাকর্মীরা।
গত রবিবার (৮জুন) দিবাগত রাতে জমি সংক্রান্ত বিরোধে হামলা চালিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। এসময় তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ঘটনায় আহতের চাচাতো ভাই ছাত্রদল নেতা মো. ইউনুস মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের বাসিন্দা ও ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে ছাত্রদল নেতা ইউনুসের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত রোববার রাতে ইকবালের নেতৃত্বে জামাল হোসেন, কামাল হোসেন, জুয়েল রানা, মুসা মিয়া ও রূপ মিয়াসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, ছোড়া, হকিস্টিক নিয়ে ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ইউনূসের চাচাতো ভাই মো. মঞ্জুর ভূঁইয়াকে কুপিয়ে পায়ের রগ করে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদল নেতা ইউনুস মিয়া জানান, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে তার বাড়িতে হামলা চালিয়ে তার চাচাতো ভাইকে কুপিয়ে ডান পায়ের রগ কেটে দেয়। এক পর্যায়ে ইকবাল হোসেনের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। পরে ঘরে থাকা স্বর্ণলংকার, নগদ টাকা, টিভি ফ্রিজ লুট করে নিয়ে যায়। এমনকি কোরবানীর মাংস লুট করে নিয়ে যায়।
অভিযুক্ত যুবলীগ নেতা মো. ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে ক্ষুদে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply