হৃদয় হোসাইন,পাবনা-সংবাদদাতা:
অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে,সুজানগর থানাধীন হুদারপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১৪ মে বুধবার হুদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঔ এলাকার মৃত আজিত মোল্লার ছেলে মোঃ আব্দুস শুকুর (৪৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এবং তার নিকট থেকে ১১০০ (এক হাজার একশত) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক পাবনা জেলার সুজানগর থানায় সোপর্দ করা হয়েছে৷ এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ ইলিয়াস খান স্কোয়াড্রন লীডার,কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
Leave a Reply