
নিজেস্ব প্রতিবেদক:
লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বেলা সাড়ে ১১ টা দিকে লাঙ্গলবন্দে স্নান এলাকায় পরিদর্শন কনেন।
পরে তিনি ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ রাজঘাটে গিয়ে আগাত পূণার্থীদের খোঁজ খবর নেন। স্নানোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ মহা পরিদর্শক একেএম আওলাদ হোসেন, লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির প্রধান উদেষ্টা নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, স্নান উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা জয় কে রায় চৌধারী, লাঙ্গলবন্দ স্নানোৎসব কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন সাহা, সাধারণ সম্পাদক তাপস কর্মকার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা প্রমুখ।
আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপী এ লাঙ্গলবন্দ স্নানোৎসব শনিবার রাতে সম্পন্ন হয়েছে ।
Leave a Reply