হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার ১নং নাগডেমরা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০ টায় নাগডেমরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ২ হাজার ২ শত ২৩ জন অসহায় দুস্থ ও হতদরিদ্রদের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সচিব রফিকুল ইসলাম, ট্যাগ অফিসারের প্রতিনিধি নাসির উদ্দিন পল্লী সঞ্চয় ব্যাংক , ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কুদ্দুস মোল্লা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাআলম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সীমা খাতুন, ১,২৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা খাতুন সহ পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ। এসময় হাফিজুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার পর থেকেই শপথ নিয়েছি, আমার ইউনিয়নে কেউ অসহায় থাকবে না। আমি চেষ্টা করছি সকলের বিপদে পাশে থাকার। সবার দোয়া ও ভালোবাসায় এই নাগডেমরা ইউনিয়নকে সাঁথিয়া উপজেলার শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই। মাদক সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ ইউনিয়ন নাগডেমরা বাসিকে উপহার দেওয়া আমার দায়িত্ব। ইউনিয়ন বাসির উদ্দেশ্যে বলেন আমার জন্য দোয়া করবেন আমি যেনো সর্বদা আপনাদের ক্ষেদমতে নিয়োজিত থাকতে পারি।
Leave a Reply