
হৃদয় হোসাইন, পাবনা সংবাদদাতা:
পাবনা জেলা শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে “২৪ এর নবদূত সেচ্ছাসেবী “সংগঠনের সদস্যবৃন্দ।
প্রচন্ড শীতে অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য শীতবস্ত্র প্রদান করে সংগঠনটি ।
শুরুতে কয়েকশত পিস কম্বল বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক শাওন হোসেন, সভাপতি গোলাম মোর্শেদ খান শামস্, দপ্তরি শিরিন আক্তার লিজা, প্রচার সম্পাদক মোঃ রাকিবুল হোসেন,ধর্ম বিষয়ক সাম্পাদক মো: সাদ, কার্যকরী সদস্য আবু ফয়সাল, কার্যকরী সদস্য আফ্রিদ ইসলাম শাদীদ, কার্যকরী সদস্য আশিক-ই এলাহী, কার্যকরী সদস্য নাবিহা নূর এবং কার্যকরী সদস্য রাবেয়া আক্তার লতা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতি মোর্শেদ খান শামস্ বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে এবছরের শীতবস্ত্র বিতরণ শুরু। আশা করি পুরো শীত জুড়ে আমরা কার্ক্রম চালিয়ে যাবো।
Leave a Reply