হৃদয় হোসাইন,বেড়া প্রতিনিধি:
পাবনার বেড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদমিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করে,উপজেলা প্রশাসন এর পরপরই সহকারী কমিশনার (ভূমি),উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শিক্ষা অফিস,মৎস্য অফিস,কৃষি অফিস এবং উপজেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তর,কলেজ,শিক্ষাপ্রতিষ্ঠান,রাজনৈতিক, সামাজিক সংগঠন সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। ৫৩ তম বাংলাদেশের বিজয় দিবস। এই উপলক্ষে বেড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কে সংবর্ধনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন, বেড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল সভাপতি মোরশেদুল ইসলাম (ইউএনও)। উপস্থিত মুক্তিযোদ্ধাদেরকে একটি করে ফুলের স্টিক দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।মোরশেদুল ইসলাম তার বক্তব্যে বলেন,বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা এদেশে সূর্যসন্তান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে ও দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বেড়া মডেল মসজিদের পেশ ইমাম। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply