
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল ও মুক্তিযোদ্ধাদের জমি দখলের প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রয় সুত্রে ওই সম্পত্তির মালিক “আব্দুল মতিন”।
সোমবার(২৮ অক্টোবর) দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় নিজ বাসায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, ‘সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করে স্বার্থ হাসিলের জন্য ভূমিদস্যু আশরাফ প্রধান এলাকার কিছু সিন্ডিকেটের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে জমি দখলের মিথ্যা অভিযোগ করিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। আশরাফ প্রধান একজন আওয়ামীলীগ নেতার ভাই, সে সবসময় আওয়ামীলীগ নেতাদের সাথে আতাত করে চলাফেরা করেছে৷ আর রফিকুল ইসলাম বিডিআর একজন জাতীয় পার্টির নেতা, বিগত দিনে তিনি জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকার সাথে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে বিভিন্ন মিটিং মিছিল করেছে এটা সোনারগাঁবাসী জানে।
প্রকাশিত ভিত্তিহীন সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমি কারও জমি দখল করিনি; বরং গত ১৬ বছরে আমাদের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি আওয়ামী লীগের লোকজন দখল করে আসছিলো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও জমিগুলো পুনর্দখল থানায় অভিযোগ দায়ের করে পুলিশের সহায়তায় সাইনবোর্ড সাঁটিয়ে দেই। এখন জমি দখলের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।
তিনি আরও বলেন, স্কুলের সামনে যে যায়গাটি নিয়ে মানববন্ধন করা হয়েছে তার ছয় শতাংশ ব্যতীত পুরো যায়গাই আমার। আমি এবিষয়ে উপজেলা প্রশাসনের কাছে গিয়েছি। আগামী সপ্তাহে মিমাংসা করার কথা রয়েছে।
Leave a Reply