হৃদয় হোসাইন, পাবনা প্রতিবেদক:
গ্রাম হবে শহর, স্মার্ট হবে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় বদলে যাচ্ছে অবহেলিত সাঁথিয়া বেড়ার উন্নয়নের চিত্র। পাবনা-১ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার এ্যাড.শামসুল হক টুকু এমপির সঠিক নেতৃত্বের কারণে সাঁথিয়া বেড়ার উন্নয়ন দৃশ্যমান।
স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে।
(সোমবার ১৫ এপ্রিল) উপজেলার CAFDRIRP প্রকল্পের আওতায় সাঁথিয়া উপজেলা H/Q-সেলন্দা GC ভায়া সোনাতলা রাস্তা চেইঃ ৫৯০০ মিঃ এ ৬৯.০০ মিঃ RCC Girder Bridge নির্মাণ কাজ ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শামসুল হক টুকু এমপি।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ। নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু সালেক, সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ। ঠিকাদার ও করমজা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন অর-রশীদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply