নিউজ ডেস্ক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র্যালীতে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়। এসময় র্যালীটি মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজাসহ বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলি আকবর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ডা: আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য তাজুল ইসলাম, এম এ হালিম, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, সিরাজুল ইসলাম মোল্লা, সাহাবুদ্দিন প্রধান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, আওয়ামীলীগ নেতা জসিম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও র্যালীতে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.