পাবনা প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন(সাঁথিয়া বেড়ায়) আওয়ামী লীগের প্রার্থী হতে চান। ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম।ব্যানার পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। আব্দুল হালিম বলেন, আমি ৬৮পাবনা-১ আসন থেকে নৌকার কান্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-১ আসনে মনোনয়ন চাইবো এবং তিনি যদি নির্বাচন করার সুযোগ দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। তিনি আরো বলেন, স্বপ্ন ছিল পাবনাকে একটি মডেল জেলায় রুপান্তরীত করার। সাধারণ মানুষের জন্য কিছু করার বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বেড়া ও সাঁথিয়ার ভাগ্য উন্নয়নে কিছু করার জন্য নৌকার মাঝি হতে চাই। নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি বলেন,আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসার কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটির কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ও সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ পূর্ণবাসন সোসাইটির কেন্দ্রীয় যুব কমান্ড পাবনা জেলা শাখার।যেহেতু আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং পাবনার ছেলে, তাই আমার দাবির একটা জায়গা তো আছেই। সাঁথিয়াও বেড়া উন্নয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালে আমি মনোনয়ন প্রত্যাশী।আওয়ামী লীগের বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাকে সমর্থন করেছেন। আমি সমাজ সেবক গরীব মেহনতি মানুষের বন্ধু আব্দুল হালিম এবারে মনোনয়ন প্রত্যাশীত।
Leave a Reply