নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নিলেন মোগরাপাড়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল রহমান সজীব ও মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থীর হৃদয় প্রধান।
তারা জানান, শফিকুল ইসলাম সাগর সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ায় আমরা আনন্দিত। সে আমাদের খুব কাছের ও আস্থাভাজন একজন ব্যক্তি। রাজপথে শফিকুল ইসলাম সাগরের অনেক ভূমিকা আছে । সে রাজপথের একজন লড়াকু সৈনিক। বাংলাদেশ আওয়ামী লীগের যে কোন ঘোষণায় বিশাল আকারে দলবল নিয়ে মাঠে তার উপস্থিতি চোখে পড়ার মতো। আমি তার মঙ্গল কামনা করছি সেই সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেক্রেটারিকে সোনারগা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলকে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরকে নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম।
সোমবার (৩১জুলাই) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
উপজেলা কমিটিতে রাশেদুল ইসলাম রাসেলকে সভাপতি ও শফিকুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শোকাবহ আগষ্টের পর পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply