পাবনা প্রতিনিধি:
ওরা জাতির শত্রু ওরা ইসলামের শত্রু ওরা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার শত্রু। এখন ও ওরা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা তাদের আনাগোনা লক্ষ্য করছি।এত উন্নয়ন এত এগিয়ে যাওয়া বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড উড়াল গতিতে এগিয়ে যাচ্ছে এমন মন্তব্য করেন ৬৮-পাবনা ১ আসেন বারবার নির্বাচিত সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। পাবনা বেড়া উপজেলাকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেনীর পরিবার পূনর্বাসনে ভূমিহীন ও ঘৃহহীন ঘোষনার নিমিত্তে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলছেন ডেপুটি স্পীকার। তিনি শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন এর কথা তুলে ধরে বক্তব্য রাখেন।বুধবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে বেড়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিবশতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেনীর পরিবার পুনর্বাসনে পাবনার বেড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করার লক্ষে মতবিনিময় সাভা অনুষ্টিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড শামসুল হক টুকু। এছাড়া আরো ছিলেন,বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ মোল্লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা সারমিন ইতি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ,বেড়া নাগরিক কমিটির সভাপতি আল-মাহমুদ সরকার সহ স্থানীয় সকল নির্বাচিত ইউপি চেয়ারম্যান স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply