নিউজ ডেস্ক:
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষ্যে এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের পক্ষ থেকে সোনারগাঁয়ে নির্বাচনী আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ড্রীম ওশান নেভিগেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী সদস্য প্রার্থী আলী হোসাইন (আলী)’র সার্বিক আয়োজনে তার নিজ বাড়িতে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এসপি মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক (চেয়ারম্যান) ইকবাল হোসেন, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাহাজ মালিক সমিতির সদস্য জাকির হোসাইন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, আলী হায়দারসহ এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদেন সকল সদস্যরা। এসময় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের প্রায় ২ হাজার সদস্যদের মধ্যে খাবার পরিবেশ করা হয়।
এসময় বক্তরা বলেন, এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদেন সকল প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করলে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ব্যাপক উন্নয়ন হবে এবং সকল জাহাজ মালিকরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। তাই এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
Leave a Reply