নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বারদী বাজার এলাকায় ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ আমীন হোসেনের অফিসে গত ১৬ জুন শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় অতর্কিত হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন মেম্বার।
একাধিক সূত্র জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় গাড়ি পোড়ানো- নাশকতা, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
বঙ্গবন্ধুর ছবি ও বারদী ইউপি সদস্য আমিন হোসেনের অফিস ভাংচুরের দায়ে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর নারায়ণগঞ্জ কোর্টে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া নিজেই বিএনপি নেতার জন্য আদালতে জামিনের আবেদন করেন এবং জামিন মঞ্জুর হয়। কোর্ট থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে উত্তেজিত ছাত্র লীগের কর্মীরা তার উপর হামলা চালায়।
উল্লেখ্য, গত (১৬ জুন) শুক্রবার বারদী ইউপি সদস্য আমিন হোসেনের অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের মামলায় অভিযুক্ত আলমগীর মেম্বারের বিরুদ্ধে যাতে কোন মামলা না নেয়া হয় সে জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদ উদ্দিন মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি আসাদ মিয়া ও সাধারণ সম্পাদক শরীফ সরকার ১৭ই জুন শনিবার রাতে ৯:৫৬ মিনিটে থানায় গিয়ে তদবির চালায়।
পরবর্তীতে অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনা পুলিশি তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাক্ষরিত এক প্রেস রিলিযে আওয়ামীলীগ ও জাতীয়পার্টিকে দোষারোপ করে নিন্দা ও প্রতিবাদ জানায়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.