হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:
মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)।এর কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটি ( গত১২ জানুয়ারী ২০২৩ তারিখের সাধারণ সভায় সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গা কমিটি গঠন করা হয়েছে।
নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ সভাপতি ও মাদারীপুর পৌরসভার মেয়র মো: খলিল হোসেন কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গা কমিটি ঘোষণা করেছে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)। ঐই কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নবনির্বাচিত হয়েছেন পাবনা জেলার বেড়া পৌরসভার মেয়র ও বেড়া উপজেলার আওয়ামীলীগ সভাপতি এ্যাড: এস.এম আসিফ শামস্ রঞ্জন। ৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড: শামসুল হক টুকু এমপির পুত্র তরুণ রাজনীতিবিদ রঞ্জন পদ পাওয়ায় সাঁথিয়া-বেড়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দের হাওয়া বইছে।
রঞ্জন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাবনা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মাসুদ রানা ময়ছার বলেন, জনতার মেয়র এডভোকেট আসিফ শামস্ রঞ্জন সাহেব মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)। এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নবনির্বাচিত হয়েছেন। এই সুখবর টি শুনবার সাথে সাথে আমাদের মাঝে আনন্দ উৎসব বইছে।জেলা পরিষদ ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply