নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জঙ্গলে ৮দিন আগে নিখোঁজ হওয়া বৃদ্ধ হাজি সাদেক শিকদারের (৭০) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জঙ্গলে মালিখালী সেতুর সংলগ্নে নিহতের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুল আলমের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাজী সাদেক শিকদার কুমিল্লা জেলার দাউদকান্দি চক্রতলা গ্রামের মৃত জব্বার মাষ্টারের ছেলে। নিহত হাজি সাদেক শিকদার দীর্ঘ ২২বছর যাবত সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামের মো. ফিরোজ মিয়ার বাড়ির দালানের ৩য় তলায় মেয়ে ও মেয়ের জামাতা মোসলেউদ্দিনের ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। গত ১৬ মে বিকেলে আসরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়। পরে নামাজ শেষে আর বাসায় ফিরে আসেনি। পরের দিন এ ঘটনায় নিহতের মেয়ের গর্ভের নাতি সাইফুল ইসলাম শাওন বাদি হয়ে গত ১৭ মে সোনারগাঁ থানায় একটি জিডি করেন। যার নাং ৮৩২।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুল আলম জানান, একজন বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে নারায়ণগঞ্জ জেলা ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.