নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে অস্ত্র ও মাদকসহ ১৩টি মামলার আসামী মো. সোহেল সরদার-(৩৫)কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সোহেল সরদার আন্ত:জেলা মাদক সম্রাট নামে পরিচিত। গ্রেফতারকৃত সোহেল সরদার পৌর এলাকার গোপালপুর গ্রামের হাকিম সরদারের ছেলে। রোববার দিবাগত রাত ৮ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোমবার (৮ই মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।
গোপান সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের দিক নির্দেশনায় এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সোহেল সরদারকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ব্যাপারে ওসি মো. শামীম হোসেন বলেন, সোহেল সরদারকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সোহেলের নামে অস্ত্র ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। এবং সে আন্ত:জেলা মাদক সম্রাট নামে পরিচিত। সোহেল সরদার র্দীঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.