বেড়া প্রতিনিধি:
পাবনার বেড়া পৌরসভাধীন সরকারি বিবি হাই স্কুলের বারান্দা থেকে একটি গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবি হাই স্কুলের বারান্দা থেকে এক সন্তানের জনক হাসান নামক এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। হাসান পৌর এলাকার দক্ষিন পাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে হাসান আলী (৪০)।পেশায় শ্রমিকের কাজ করলেও একজন পেশাদার জুয়ারি হিসেবে এলাকায় পরিচিত ছিল। পুলিশের ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় দুষ্কৃতকারীরা তাকে সেখানে নিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে।নিহতের গলাও পেটে কয়েকটি সুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ভাই রিক্সা চালক হেলাল জানান,নিহত হাসান রাজমিস্ত্রীর সহকারীসহ শ্রমিকের কাজ করলেও জুয়া খেলার নেশায় আসক্ত ছিল। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান,এলাকাবাসীদের দেওয়া সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে লাশ উদ্ধার করা হয়েছে, হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় তদন্ত চলছে কাউকে আটক করা হয়নি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.