প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৩, ১০:০২ অপরাহ্ণ
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের ৪ সহযোগী গাঁজাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের ৪ সহযোগীকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারদী সিএনজি ট্যান্ড থেকে ২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত ইসলামের ছেলে জুয়েল(৩০) ও সোহেল (৩৩), একই এলাকার আলমগীরের ছেলে বাবু (২০) ও কুমিল্লার দেরউস গ্রামের সুন্দর আলীর ছেলে ফুল মিয়া (৩৭)।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙাকান্দি গ্রামের মৃত ইসলামের ছেলে জুয়েল ও সোহেলের নেতৃত্বে তাদের সহাযোগীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এমন অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল
: parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.