নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় সোনারগাঁওয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন করেছে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি। উপজেলা জাতীয় পার্টির ও পৌরসভা জাতীয় পার্টির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করা হয়।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আইয়ুব প্লাজায় জাতীয় পার্টি অফিসে এ জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যােগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় পার্টি প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী মুক্তার হোসেন, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁও উপজেলার সভাপতি জাহেদা আক্তার মনি, সাধারণ সম্পাদক জাহানারা আক্তার, বৈদ্যোর বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, বাছেদ মেম্বার, হাসান ইমাম, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব সাইদুর রহমান সবুর, মনির মেম্বার, ইউপি সদস্য পলি আক্তার, নার্গিস আক্তার, রুনা আক্তার, আনোয়ার হোসেন মেম্বার, আবুল কালাম মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, সাদেকুর রহমানসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.