নিজস্ব প্রতিবেদক:
মহাসড়ক ও নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে ডিবি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনতাই ও ডাকাতি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (১২ মার্চ) দুপুরে সাইনবোর্ড এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মনিরুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- সাইফুল ইসলাম স্বপন, নূর ইসলাম, রাসেল, রতন, বাবুল হোসেন, শাহারিয়া ও সালাউদ্দিন।
নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বাসযাত্রী পরিতোষ চন্দ্র ধরের কাছ থেকে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৩৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। ২২ আগস্ট মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি পিবিআইয়ের একটি টিম ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জন ও দ্বিতীয় দফা গত ৭ মার্চ চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার দুইজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, ঢাকার তাঁতীবাজার এলাকায় স্বর্ণপট্টি থেকে বের হওয়ার সময় বাদীকে অনুসরণ করে আাসামি সালাউদ্দিন। বাদী সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী খাদিজা পরিবহনে উঠলে আসামি সালাউদ্দীন কৌশলে একই বাসে উঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে পৌঁছলে ডিবি পরিচয়ে ডাকাতি করে তারা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.