প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ
যতদিন বাঁচব মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখবো ধামগড় ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান

বন্দর থানার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে মদনপুর চৌরাস্তা। এই এলাকা দিয়ে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামসহ কুমিল্লা নোয়াখালী প্রভৃতি জেলায় ভিআইপিগণ যাতায়াত করে থাকেন (মন্ত্রী, এমপি ও বিশিষ্ট ব্যবসায়ী)। তাছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মদনপুর ধামগড় পুলিশ ফাঁড়ির অধীনে এই গুরুত্বপূর্ণ এলাকা।
এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিরা জানান, ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:মাসুদুর রহমান অত্যন্ত দক্ষতার সাথে এখানকার রাস্তার যানজটসহ আইনশৃঙ্খলার পরিস্থিতি মোকাবেলা করে থাকেন। সরকার দুর্ঘটনা প্রতিরোধে মদনপুরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করেন । ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদুর রহমান এলাকাবাসী যাতে শান্তিপূর্ণভাবে ও নিরাপদে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে পারেন সেজন্য তার ফাড়ির পুলিশ সদস্যদের দিয়ে এবং নিজে থেকে কোনভাবে যাতে বসতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করেছেন। এই ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমানের মত মহাসড়কে দায়িত্বশীল সকল পুলিশ কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে দুর্ঘটনাসহ সকল অপরাধ কমে যেতো ।ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে মাদক নির্মূল অভিযান অব্যাহত আছে ।এক সময়ে এই এলাকা ছিল চাঁদাবাজ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য। এখন এই সাহসী পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান বেশ কয়েকটি সাহসী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের একটি কঠোর বার্তা দিয়েছেন এখানে মাদক ব্যবসা করা যাবে না।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল
: parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.