হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী,খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ০৬/০৩/২০২৩ তারিখ ২০.১০ ঘটিকায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামস্থ আসামী মোঃ আকরাম হোসেন (৫০), পিতা-মৃত আলীম উদ্দিন খাঁ এর বসতবাড়ী’ অভিযান চালিয়ে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, মোটর সাইকেল-০৩টি, চাবি-০২ টি, ০১টি মোবাইল,০২টি সিমকার্ড এবং নগদ-১,৩১৯/-টাকাসহ ০২ জন বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ আকরাম হোসেন (৫০), পিতা-মৃত আলীম উদ্দিন খাঁ, সাং-আলোক দিয়ার, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা ০২। মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা-মোহাম্মদ প্রামাণিক, সাং-তৈলকুপী, থানা-আতাইকুলা,জেলা-পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ কে তথ্য দিয়ে মাদক,অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.