
নিউজ ডেস্ক:
২০২২ কে বিদায় জানিয়ে ২০২৩ কে স্বাগত জানানোর মধ্যদিয়ে সর্বস্তরের জনগণকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন’ সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন দিনের নতুন আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য নতুন প্রাণে বাজাও বাদ্য জীবন গানে কাটুক আঁধার আলোর স্পর্শে। মেতে উঠুক মন নতুন বর্ষে।
*** শুভ ইংরেজি নববর্ষ ***
নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার সকলকে শুভ নববর্ষ।
Leave a Reply