
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আগুন ও সন্ত্রাসী কর্মকান্ডের রুখতে ও জনগণের জান-মাল রক্ষায় (১০ ডিসেম্বর) শনিবার দিনভর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র নেতৃত্বে সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাস স্ট্যান্ডে তার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছেন এবং মহাসড়ক পাহাড়ার জন্য বিশাল গাড়ি বহর নিয়ে কাঁচপুর থেকে মেঘনা ব্রীজ হয়ে পুনরায় কাঁচপুরে এসে গাড়ি বহরটি শেষ হয় এবং বিকেল পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রুবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, আওয়ামী লীগ নেতা শাহাজ উদ্দিন মেম্বার ও দেওয়ান কামাল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ.এইচ বাবু, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ,জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন জাকুসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
Leave a Reply