1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন

বেড়ায় সরকারি প্রতিষ্ঠানের কক্ষ জুড়ে বেসরকারি বিজ্ঞাপন ব্যানার

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা:

পাবনা জেলার বেড়া উপজেলাধীন কমিউনিটি ক্লিনিক গুলোর অফিস কক্ষের ভেতরে ঝুলতে দেখা যাচ্ছে প্রাইভেট ক্লিনিক গুলোর বিজ্ঞাপন ব্যানার।সরেজমিন দেখা যায় যে,পুরানভারেঙ্গা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এর দেওয়ালে ঝুলতে দেখা যায় মৃদুলা জেনারেল হাসপাতাল এর ডাক্তারগণের নাম পদবী সহ বিজ্ঞাপন ব্যানার।একই চিত্র কৌটোলা,হাটুরিয়া-নাকালিয়া,নতুনভারেঙ্গা সহ সকল কমিউনিটি ক্লিনিকের।স্থানীয় এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন,কমিউনিটি ক্লিনিকে ঔষুধের জন্য আসলে সঠিক মতো কোনো ঔষুধ পাওয়া যায় না।আসলেই বলে বেড়া যান আর না হলে এই সব ক্লিনিকে যেতে বলে।আমরা গরিব মানুষ এত টাকা পয়সা কোথায় পাবো।কৌটোলা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা নারী কর্মকর্তা বলেন এসব বিজ্ঞাপন ক্যালেন্ডার ক্লিনিকের প্রতিনিধিরা ঝুলিয়ে রাখে।আমাদের টি এস ও ম্যাডাম এসে দেখে তবু তো কিছু বলে না।এ বিষয় মৃদুলা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন,বিজ্ঞাপন ব্যানারের বিষয় আমি কিছু জানি না।এ বিষয় উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার ফাতেমা তুয জান্নাত বলেন,সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি বাহিরের কারো কোনো কিছু রাখার নিয়ম নেই।তার পরও ওরা হুট করে দিয়ে যায়।আমাদের চোখে পড়লে সরিয়ে ফেলি।এটা রাখার নিয়ম নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Theme Park BD