1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামী বছরের মাঝামাঝি শেষ হবে কাঁচপুর বাস টার্মিনালের কাজ: মেয়র তাপস ইমরানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চতুর বাজার সমিতি সোনারগাঁয়ে বালু ভরাট করে ফসলি জমি দখলের অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী বেড়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ বেড়ার পরিবেশ দূষণের বড় কারণ ইটভাটা পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আরজু’র সমর্থনে আওয়ামী লীগের সিংহভাগ নেতা তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, যাত্রীরা ভোগান্তিতে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭ পাবনা-১আসনে আওয়ামী লীগ সহ অন্যান দলের ৫ জন মনোনয়নপত্র জমা দিলেন বেড়ায় নৌকার মাঝি শামসুল হক টুকুকে বিশাল গণসংবর্ধনা

৫ মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৯৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৮ মিনিটের মাঝে ২ গোল করে এগিয়ে গেছে সৌদি আরব। ২টি গোলই হয়েছে ৫ মিনিটের ব্যবধানে। ২টি গোলই ছিল দর্শনীয় দৃষ্টিনন্দন।

৪৮ মিনিটে আর ব্রিকানের কাছ থেকে বল পেয়ে আল শেহরি বক্সে ডুকে একজন খেলোয়াড়ের বাধার সত্ত্বেও বাম পায়ের কোনাকুনি শটে গোল পরিশোধ করেন। ৫ মিনিট পর সালেম আল দসারি পানপায়ের বুলেট শটে আর্জেন্টিনার জাল কাঁপান।

প্রথমার্ধে মূলত চারটি গোল করে লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু এর মধ্যে তিনটিই বাতিল হয় অফসাইডের কারণে। রাশিয়ায় গত বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মেসি। মঙ্গলবার সেই ভুলের পুনরাবৃত্তি করেননি খুদেরাজ। লুসাইল আইকনিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে দশম মিনিটে সফল স্পট-কিকে লা আলবিসেলেস্তেদের এগিয়ে নেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড।

নিজেদের ডি-বক্সে লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করেন আল বুলায়হি। মেসি যখন ফ্রি-কিক নেন, তখন বিপজ্জনক জায়গায় আর্জেন্টাইন ফুটবলারকে ফেলে দেন সৌদি ডিফেন্ডার। এরপর টিভি মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শট নিতে এসে ঠান্ডা মাথায় গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসকে বোকা বানান মেসি।

এই গোলে একটি রেকর্ডও গড়েছেন পিএসজি সুপারস্টার। আর্জেন্টিনার হয়ে চার বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় এখন তিনি। রেকর্ড গড়ার পর ২২ মিনিটে সতীর্থদের বাড়ানো লম্বা পাস থেকে বল পেয়ে ফের প্রতিপক্ষের জাল কাঁপান মেসি। কিন্তু গোল উৎসবে মেতে উঠার সুযোগ হয়নি তাদের, কারণ লাইন্সম্যান অফসাইড ফ্লাগ উঁচিয়ে ধরেন সঙ্গে সঙ্গে।

চার মিনিট বাদে একই দুর্ভাগ্যের শিকার লাউতারো মার্টিনেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলের পর উদযাপনও সেরে ফেলে আর্জেন্টিনা। তাদের উল্লাস থামিয়ে প্রযুক্তির সাহায্য নেন রেফারি এবং অফসাইডের অভিযোগ এনে বাতিল করেন গোল। অফসাইড নাটকের শেষ নয় এখানেই। ৩৪ মিনিটে ফের জাল খুঁজে নেন মার্টিনেজ। লাইন্সম্যান উঁচিয়ে ধরেন অফসাইড ফ্লাগ।

প্রথমার্ধে আর্জেন্টাইন ফুটবলারদের দাপুটে পারফরম্যান্সের বিপরীতে বলার মতো কিছুই করতে পারেনি সৌদির ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিটে একটি শটও নিতে পারেনি হার্ভে রেনার্ডের শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park